বিএনপির দু'পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র জাতীয় পার্টির নেতাসহ ৪ বাড়িতে আগুন, আহত ৩ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, November 6, 2025

বিএনপির দু'পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র জাতীয় পার্টির নেতাসহ ৪ বাড়িতে আগুন, আহত ৩


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হালিমের এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা আপন দুই ভাই আব্দুর রউফ ও আব্দুল জলিল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় পার্টি নেতা সজীবসহ ৪টি বাড়িতে অগ্নিসংযোগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা আব্দুর রউফ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হালিমের পক্ষ নিয়ে আপন ছোট ভাই আব্দুল জলিল ও লতিফের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা সরে গেলে তাদের লোকজনের বাড়িতে আগুন দেয়। 

তারা আরো জানায়, জাতীয় পার্টির নেতা সজীব ও তার ভাড়াটিয়াদের ১০-১২ টি ঘর ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। এতে বিএনপি নেতা আব্দুল জলিলের ছোট লতিফ (৩৫), ভাগিনা সেলিম (৩৪) ও সমর্থক  রানা (২৬) নামে ৩জন আহত হয়েছেন। 

সরেজমিনে দেখা যায়, সজীবের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। অন্যদিকে রহিস উদ্দিনের ইসমাঈল, তুক্কি মিয়া, বাদশা মিয়ার বাড়ির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুর রউফ ও আব্দুল জলিলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।