সোনারগাঁওয়ের কাঁচপুর যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে - News Of Sonargaon

শিরোনাম

Thursday, October 9, 2025

সোনারগাঁওয়ের কাঁচপুর যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে


নিউজ ডেস্ক: 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার আয়তন বৃ্দ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান এলাকার পাশাপাশি নতুন করে কিছু এলাকাতে অন্তর্ভুক্ত করতে স্থানীয় প্রশাসনের মতামত গ্রহণ করা হচ্ছে।



সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের আংশিক, বন্দর উপজেলার কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, ধামগড় ও মদনপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।



এছাড়া নতুন করে সদর উপজেলার ফতুল্লা থানার গোগনগর, কাশীপুর, এনায়েতনগর, ফতুল্লা ইউনিয়নের পুরো অংশ এবং কুতুবপুরের আংশিক অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।



৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা প্রশাসনে পাঠিয়েছে।

২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসূল পৌরসভাকে বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।