সোনারগাঁওয়ে মাদক (গাঁজা) সেবনের অপরাধে ৪জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড - News Of Sonargaon

শিরোনাম

Thursday, October 23, 2025

সোনারগাঁওয়ে মাদক (গাঁজা) সেবনের অপরাধে ৪জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের দায়ে চার মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পৌরসভার টিপর্দী এলাকায় ঢাকা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনরত অবস্থায় এদের আটক করা হয়।


আটক মাদক সেবীরা তাদের অপরাধ স্বীকার করলে উপস্থিত জনতার সন্মুখে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সতর্কতার মূলক শাস্তি হিসাবে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড করেন। সেই সাথে তাদের হেফাজতে থাকা ২৩০ গ্রাম পুরিয়া আকারে গাঁজা যা জনসম্মুখে বিনষ্ট করা হয়।


এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।


এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সার্টিফিকেট পেশকার মোহাম্মদ বায়জিদসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।


আটকৃতরা হলেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালি এলাকার সেকান্দর আলীর ছেলে ইমরান আলী (২৫), মাধবপুর এলাকার মোন্তাজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৫), বারেকপুর এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন (৫০) ও চরশরীফা এলাকার দিন ইসলামের ছেলে আলামিন (৪৫)।