নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও.
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ১২৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রির্পোটার মিজানুর রহমান মামুন।
রবিবার দুপুরে সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমিন এর কাছে আনুষ্ঠানিক ভাবে তিনি স্কুল শাখার অভিভাবক সদস্য পদ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যক অভিভাবক, সমর্থক ও সহকর্মী উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান ছাড়াও তার প্রতিদ্বন্দ্বি দুলাল মিয়া ও আনোয়ার হোসেনসহ মোট ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৫ নভেম্বর বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচনে এ চার প্রার্থী থেকে ২ জন প্রার্থীকে অভিভাবকরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করবে।
এছাড়া কলেজ শাখায় অভিভাবক সদস্য পদে লিয়াকত হোসেন ও মো. মোশারাফ হোসেন মনোনয়ন পত্র দাখিল করেন। অন্য কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা দুইজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী অভিভাবক সদস্য হিসেবে হাওয়া আক্তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। উল্লেখিত আর কোনো নারী সদস্য প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
