সোনারগাঁওয়ের বারদীতে পুকুরে স্থাপিত মহাদেবের মূর্তির কাছে যাওয়ার সময় তলিয়ে একজনের মৃত্যু - News Of Sonargaon

শিরোনাম

Saturday, September 27, 2025

সোনারগাঁওয়ের বারদীতে পুকুরে স্থাপিত মহাদেবের মূর্তির কাছে যাওয়ার সময় তলিয়ে একজনের মৃত্যু


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপুজায় অংশ নিতে এসে পুকুরে ডুবে জয়নাল জয় পাল (৩৫) নামের এক ভক্তের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইল জেলার কালিয়াকৈর থানার বাসিন্দা।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আশ্রম সংলগ্ন পুকুরে মাঝখানে স্থাপিত মহাদেবের মূর্তির কাছে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান জয় পাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশ্রমের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি জানান, দুর্ঘটনার সময় জয় পাল পরিবারের সদস্যদের সঙ্গে পূজায় অংশ নিতে এসেছিলেন।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান বলেন, সাঁতার না জেনেই পুকুরে নামায় এই দুর্ঘটনা ঘটে। পূজায় দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত আসেন এমন অনুষ্ঠানে আশ্রম কর্তৃপক্ষের উচিত ছিল পুকুরপাড়ে নিরাপত্তা প্রহরী বা স্বেচ্ছাসেবক মোতায়েন করা।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্গাপূজার মতো আনন্দঘন আয়োজনে এমন দুর্ঘটনায় ভক্তদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ।