সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি:
নারায়ণগঞ্জের
সোনারগাঁওয়ে ৫ লাখ টাকা চাদাঁ না পেয়ে এক ব্যবসায়ীকে হাত-পা ভেঙ্গে কুপিয়ে জখম
করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বড়
ভাই মাসুম মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিবরনীতে উল্লেখ করা হয়, উপজেলার বারদী ইউনিয়নের চৌড়াপাড়া পাচানী এলাকার মোতালিব মিয়ার ছেলে ডা: মামুনুর রশিদ স্থানীয় বাজারে ফার্মেসীর ব্যবসা পরিচালনা করে আসছিল। তার কাছ থেকে একই গ্রামের মন্না মিয়ার ছেলে হারুন ও তার লোকজন ৫ লাখ টাকা চাদাঁ দাবী করে আসছে। চাদাঁ দিতে অস্বীকার করায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
জের ধরে শনিবার রাতে
মানুনুর রশিদ ফার্মেসী বন্ধ করে বাড়ী ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে হারুনের
নেতৃত্বে আসিফ, রায়হান,
সুমন, সোহাগ, সেলিম
সহ ৮/১০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হাত-পা ভেঙ্গে কুপিয়ে
মারাত্মকভাবে জখম করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে
এসে তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যবসায়ী মামুনুর রশিদের
ভাই মাসুম মিয়া বলেন, দীর্ঘ দিন ধরে চাদাঁ না দেওয়ায় আমাদের পরিবারের উপর শত্রæতা পোষন করে আসছিল। শনিবার রাতে একা
পেয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করে। অপরদিকে অভিযুক্ত হারুন বলেন, তার ভাগিনারা এ ঘটনায় জড়িত
থাকতে পারে তিনি জড়িত নন বলে দাবি করেন।
সোনারগাঁ থানার পুলিশ
পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন,
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।