ফ্যাশন ও মডেলিংয়ে সোনারগাঁওয়ের ছেলে ফাহিমের সাফল্য - News Of Sonargaon

শিরোনাম

Saturday, July 26, 2025

ফ্যাশন ও মডেলিংয়ে সোনারগাঁওয়ের ছেলে ফাহিমের সাফল্য

নিউজ ডেস্ক: 

সোনারগাঁয়ের কৃতি সন্তান, জনপ্রিয় ফ্যাশন মডেল ও সংবাদ উপস্থাপক ফাহিম হক অর্জন করলেন ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’।


শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর স্কাই সিটি হোটেলে আয়োজিত ‘৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ফাহিম হকের হাতে এই মর্যাদাপূর্ণ সম্মাননা তুলে দেয়া হয়।


অনুষ্ঠানে অর্থনীতি, উদ্যোক্তা, শোবিজ, সংস্কৃতি, শিক্ষা ও গণমাধ্যমসহ ২০টি ক্যাটাগরিতে দেশের সফল ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। সেই তালিকায় শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, বিশ্বরঙ ইচ্ছেপূরণ শুটের ফ্যাশন মডেল ফাহিম হক ছিলেন অন্যতম আকর্ষণ।


সম্মাননা গ্রহণের পর আবেগঘন প্রতিক্রিয়ায় ফাহিম হক বলেন, যেকোনো কাজের স্বীকৃতি মানুষের পথচলাকে আরও দৃঢ় করে। আজকের এই পুরস্কার আমি উৎসর্গ করছি আমার পরিবার, বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা দাদা এবং পুরো বিশ্বরঙ পরিবারকে। এই অ্যাওয়ার্ড শুধু আমার নয়—এটি গোটা দেশের বিনোদন অঙ্গনে যারা প্রতিনিয়ত পরিশ্রম করছেন, তাদের সবার।”


ফ্যাশন ও গণমাধ্যম অঙ্গনে ফাহিম হকের প্রতিনিয়ত কাজ, আত্মবিশ্বাস এবং সাংগঠনিক প্রতিনিধিত্ব তাকে পৌঁছে দিয়েছে এই অনন্য অর্জনের দ্বারপ্রান্তে।