সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্তকে কুমিল্লা জেলার দৌলতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, দাউদকান্দিতে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) ডা: এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য যে, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বিভিন্ন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের নিকটবর্তী ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে অবৈধ চুক্তি ভিত্তিক কমিশন বানিজ্য, অফিস চলাকালীন ব্যক্তিগত চেম্বারে রোগীদের কে চিকিৎসা সেবা দেয়া, দালালদের মাধ্যমে ছোট টিউমার ও ফোড়া ও প্লাস্টার সহ বিভিন্ন অপারেশন গুলো ব্যক্তিগত ভাবে অধিক মূল্যে করতে বাধ্য করা সহ নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত ছিলেন। তার বদলীতে স্থানীয় সেবা প্রত্যাশীদের মধ্যে সঠিক সেবা পাওয়ার স্বস্তি ফিরে আসবে বলে জানিয়েছেন অনেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান দিগন্ত উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার শারমিন আহমেদ তিথির ছত্রছায়ায় এ সকল অপকর্ম করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার শারমিন আহমেদ তিথি বলেন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তকে কেন বদলী করা হয়েছে তা আমার জানা নাই। আমি আমার উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এএফএম মুশিউর রহমান বলেন, বদলী সরাসরি অধিদপ্তর থেকে হয়েছে তাই কারণ সম্পর্কে জানা যায়নি।