সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদে ও সমসাময়িক নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে তরুণ আলমদের সংগঠন শায়েখ আবু তাওয়ামা সংসদ।
সোমবার (১৪ জুলাই) বাদ জোহর ২টার সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে আয়োজমানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। এব্যাপারে নিশ্চিত করেছে আয়োজকরা।
শায়েখ আবু তাওয়ামা সংসদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জামি বলেন, 'ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল দুপুরে সোনারগাঁয়ের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণ আলেম সমাজ উপস্থিত থাকবেন। আপনারা সকলেই এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দলে দলে অংশগ্রহণ নিশ্চিত করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারেন'।