সোনারগাঁয়ে এসএসসি পাশের হার ৬৪.৮১, দাখিলে ৭৩.২৬, জিপিএ ৫ পেয়েছেন ১৯৯ জন - News Of Sonargaon

শিরোনাম

Friday, July 11, 2025

সোনারগাঁয়ে এসএসসি পাশের হার ৬৪.৮১, দাখিলে ৭৩.২৬, জিপিএ ৫ পেয়েছেন ১৯৯ জন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে এসএসসিতে ৬৪.৮১%। পাশাপাশি মাদ্রাসা ও দাখিলে পাশের হার ৭৩.২৬%। তুলনামূলক ভাবে ফলাফলের দিক মাদ্রাসা শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন। সরকারি EIIN নম্বর প্রাপ্ত বিদ্যালয়ের মধ্যে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলের দিক থেকে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল স্কুল এন্ড কলেজ ৮৯.০৩% পাশের দিক থেকে প্রথম আর ৩০% পাশের হার নিয়ে সর্বনিম্ন পাশের হার নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের।


বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৩ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৪৫৯ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা গত কয়েক বছরের তুলনায় বেড়ে ১৩৩৫ জনে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


অন্যদিকে, উপজেলার ১০টি মাদ্রাসা থেকে এবারের দাখিল (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩০৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৮৩।


সারাদেশে বিগত কয়েক বছরের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে এবারের ফলাফল কিছুটা খারাপ। পক্ষান্তরে সোনারগাঁয়ে শিক্ষার মান দিন দিন উন্নতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।