সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে শত্রুতার জেরে প্রতিবেশীর বাগানের গাছ কাটার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সোহাগ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাঘলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত আব্দুর রশীদের ছেলে সোহাগ (৩২) কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গত কয়েক মাস আগে ভাগলপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা তার আমবাগানের গাছ কেটে ফেলার অভিযোগ এনে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। দীর্ঘদিন এই মামলায় পলাতক থাকায় সোহাগের নামে ওয়ারেন্ট জারি করে আদালত।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী সোহাগকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে৷