সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
'কোরবানির পবিত্রতা আর পরিচ্ছন্নতায় ঈদ আনন্দ হোক জীবাণুমুক্ত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিডি ক্লিন সোনারগাঁও টিম আজ পুরো সোনারগাঁয়ে "পরিচ্ছন্ন ঈদ" কর্মসূচি বাস্তবায়ন করেছে।
পবিত্র ঈদুল আজহা (৭ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কুরবানির পশুর বর্জ্য পরিস্কার ও জীবাণু মুক্ত করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে অর্ধশতাধিক জায়গায়।
বিডি ক্লিন নারায়ণগঞ্জের সমন্বয়ক কামরুজ্জামান রানা বলেন, আমরা প্রতিবছরের মতো এবারো সোনারগাঁওয়ে পরিচ্ছন্ন ঈদ কর্মসূচির আওতায় বর্জ্য পরিস্কার ও ব্লিচিং পাউডার ছিটানোর কাজটা করেছি। এতে আমারা জীবাণু মুক্ত পরিবেশ তৈরি করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি।
এসময় তিনি, বিডি ক্লিন পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা বার্তায় বলেন, "ঈদ মোবারক। লোভ, হিংসা পরিত্যাগ করে সবার জন্য ভালবাসার দুয়ার হোক উম্মুক্ত। সকলে মিলে ঈদ-উল-আযহা'র পরিপূর্ণ পবিত্রতা ও মর্যাদা রক্ষা করি, একটি পরিচ্ছন ঈদ উদযাপন করি"।