সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে জুট মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, June 24, 2025

সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে জুট মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।


মঙ্গলবার (২৪ জুন) সকালে মহাসড়কের কাচঁপুর এলাকায় মালেক জুট মিলের শ্রমিকরা এ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। 


সড়ক অবরোধে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। এতে যানজটে আটকা পড়া যানবাহনের যাত্রীদের দুভোগ পোহাতে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশস্ত করলে মহাসড়ক থেকে সরে যান। পরে চলাচল স্বাভাবিক হয়। প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।


শ্রমিকরা বলেন, আজকের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।


মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে।


কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশস্ত করলে তাঁরা তা মেনে মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।