সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি বন্দর ও রূপগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি গঠন করেছে জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত দলটি।
সোমবার (২ রা জুন) দুপুরের পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় নাগরিক পার্টি- এনসিসি'র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এসব কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত ১০ সদস্যের সোনারগাঁও উপজেলা সমন্বয় কমিটিতে শাকিল সাইফুল্লাহকে প্রধান সমন্বয়কারী, কবি খন্দকার পনিরকে যুগ্ম সমন্বয়কারী ও মারুফুল ইসলামকে ১নং সদস্য করা হয়েছে।
সোনারগাঁও উপজেলার সমন্বয় কমিটির বাকি সদস্যরা হলেন যুগ্ম সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী রউফ, মোঃ ইয়ানুর, আনিসুর রহমান, সদস্য হিসেবে আছেন মোঃ নাজমুল হুদা, আঞ্জুমান খান, তানজিন মুনিয়া, মোঃ এনামুল হক প্রমুখ।
কমিটি গঠনের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এনসিপি ইউনিট পর্যায়ে প্রাথমিকভাবে সমন্বয় কমিটি করছে। এসব কমিটির মেয়াদ হবে দুই থেকে তিন মাস। ঈদুল আজহার আগে ২০টির মতো জেলায় এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। আপাতত সমন্বয় কমিটি হচ্ছে। পরে আহ্বায়ক কমিটি করা হবে।