সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির উদ্যোগে মিলাদ, দোয়ার মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুর ১টায় উপজেলার কাঁচপুর বিসিক এলাকায় গ্রাম পুলিশের কার্যালয়ে মিলাদ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতিদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বিএনপির ডিসেম্বরে নির্বাচন চাওয়া প্রসঙ্গে বলেন, 'ক্লাসে যে ছাত্র প্রথম হয় সেই ছেলেই চাইবে যেনো যথা সময়ে পরিক্ষাটা হয়। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহে আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন'।
এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির সদস্য ও ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।