মিথ্যা ও মানহানিকর সংবাদের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, May 28, 2025

মিথ্যা ও মানহানিকর সংবাদের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন পরিবারের নামে মিথ্যা ও সংবাদ প্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।


বুধবার (২৮ মে) বিকেল ৫ টায় উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় বটতলা-শম্ভুপুরা সড়কে এলাকাবাসীর উদ্যোগে অর্ধশতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। 


মানববন্ধনে হাজী আলাউদ্দিন বলেন, 'নয়াগাঁও এলাকায় বালু ভরাটকে কেন্দ্র করে ৩টি হত্যাকান্ড সংঘটিত হয়। যার একটির আসামী আমি ও আমার পরিবারের সদস্যরা। মামলাটি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। অপর মামলার আসামী জজ মিয়া ও তার লোকজন মামলার তদন্ত ভিন্নখাতে নিতে এবং এই এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে'।


মঙ্গলেরগাঁও এলাকার বাসিন্দা আফরোজা বেগম বলেন, 'আমাদের খামারের গরু-ছাগল সহ আমাদের বাড়ি-ঘর লুটপাট চালিয়ে আমাদের কে এলাকা ছাড়া করেছে জজ মিয়ার সন্ত্রাসী সুমন, আলেক, শাহজালাল ও তার বাহিনীরা। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই'।


বিক্ষোভ মিছিল শেষে নয়াগাঁও এলাকার গৃহিণী তাজমহল বেগম বলেন, আমার বাড়িতে গেলেই আমাদের উপর নির্মম অত্যাচার চালায় জজ মিয়া গ্রুপ। আমরা পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। 


আলাউদ্দিনের ছেলে পুলিশ সদস্য (এএসআই) নুর নবী বলেন, "জজ মিয়া ও তার ভাগনে কথিত সাংবাদিক শাহজালাল নিজেও হত্যা মামলার আসামী। তারা নিজেদের কে রক্ষায় আমাদের নামে এলাকায় অপপ্রচার চালাচ্ছে।


মানববন্ধন শেষে মঙ্গলেরগাঁও এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে বটতলা-শম্ভুপুরা সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বটতলা মোড় জামে মসজিদের সামনে এসে মিছিলটি শেষ হয়।