নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ললাটি এলাকা থেকে একজন ও সোনারগাঁয়ের আশারিয়ার চর ঢাকা- চট্টগ্রাম মহা সড়কের পাশ থেকে আরেক জনের মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২১ মে) সকালে পৃথক দুটি জায়গায় অজ্ঞাত মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ জানান, দুটি মরদেহ উদ্ধার করে কাচপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুটি মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে ।
