সোনারগাঁওয়ে বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ আটক ১ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, May 10, 2025

সোনারগাঁওয়ে বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ আটক ১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি রিভলবার ও গুলিসহ আলী আকবর খান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আলী আকবর খান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে।

 

পুলিশ জানায়, শুক্রবার (৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী লেনে তল্লাশির সময় একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

 

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।