সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ তার পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা কমিটির যুগ্ম আহবায়কের পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগ পত্রটি ইতিমধ্যে জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের কাছে জমা দেয়ার কথা ও জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল সাইফুল্লাহ জানান, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ন্যায়ের পক্ষে রাজপথে সক্রিয় অবদান রাখা বাংলাদেশের আইনজীবীদের নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সুসংগঠিত করতে জাতীয় নাগরিক পার্টি ‘এনসিপি আইনজীবী উইং’ গঠনের উদ্যোগ নিয়েছে। নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল। বর্তমানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এ নতুন রাজনৈতিক সংগঠন এনসিপিতে যোগদানের নিমিত্তে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি।