সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Monday, April 21, 2025

সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর কাঁচপুর থেকে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।


সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানা পুলিশের ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন।


গ্রেফতারকৃত যুবলীগ নেতা রাজিব হাসান (৩৮) উপজেলার কাঁচপুরের বাসিন্দা মৃত জামান মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কাঁচপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।


সোনারগাঁ থানার বরাত দিয়ে রাশেদুল হাসান খাঁন বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।