আট মাস না যেতেই আ:লীগ যেভাবে কামব্যাক করছে, তাতে আমরা শঙ্কায় আছি: সোনারগাঁয়ে ভিপি নুর - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, April 22, 2025

আট মাস না যেতেই আ:লীগ যেভাবে কামব্যাক করছে, তাতে আমরা শঙ্কায় আছি: সোনারগাঁয়ে ভিপি নুর

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, গনহত্যার বিচারে অন্তর্বর্তী সরকারের আট মাসে আমরা কাঙ্খিত অগ্রগতি দেখতে পাইনি। আট মাস না যেতেই আওয়ামী লীগ কামব্যাক করতেছে সেটি আমরা দেখতে পাচ্ছি। ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে এবং বিপ্লবীদের উপর হামলাও করছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে আমরা একটু শঙ্কায় আছি। আমাদের জীবন আমরা অনিরাপদ মনে করছি। আমাদের স্পষ্ট কথা সংস্কার এবং বিচার দুটো সমান জোরালে চলবে। একই সাথে নির্বাচনের যে একটা রোডম্যাপ তৈরি করার কথা বলা হয়েছে তাও সেরে ফেলতে হবে। গত ১৬ বছরে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য যে লড়াই করেছে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সেই বিষয়ে সরকারের একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট রোডম্যাপ থাকা দরকার।


মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি হাজী রতন ভুঁইয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সরকারকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই সংস্কার করতে হবে। যেই  বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমত তৈরি হবে সেই বিষয়গুলো নিয়ে একটা জাতীয় সনদ বা জুলাই চাটারের আবেদন আমরা জানিয়েছি। মৌলিক সংস্কারগুলো আমরা এই সরকারের আমলে বাস্তবায়ন করতে আবেদন জানিয়েছি। এখন যেহেতু সংসদ নাই সেই ক্ষেত্রে সংস্কার গুলোর বাস্তবায়ন করতে জাতীয় ঐক্যমত লাগবে। তাই রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার করা যেতে পারে। সেই জাতীয় সরকারের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়নও করা যাবে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে ভিপি নূর বলেছেন, গত ১৬ বছরে প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের চিত্র আমরা দেখেছি। এই প্রশাসনকে যদি নিরপেক্ষ পেশাদার প্রশাসনে পরিণত করার জন্য যদি কিছু বিধি বিধান তৈরি না করা হয় তাহলে এই প্রশাসন আগের মতো একই কাজ করবে।


এসময় দোয়া ও মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল, কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান ইসলাম মিল্কী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সভাপতিসহ বিভিন্ন নেতাকর্মীরা।