সরকারি মাটি কেটে নিজের বাড়ি ভরাট করলেন আওয়ামী লীগ নেতার বোন জামাতা - News Of Sonargaon

শিরোনাম

Sunday, April 20, 2025

সরকারি মাটি কেটে নিজের বাড়ি ভরাট করলেন আওয়ামী লীগ নেতার বোন জামাতা


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে সরকারি ইসলামিক মিশনের মাটি কেটে নিজ বাড়ি ও বাগান ভরাট করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বোন জামাতার বিরুদ্ধে।


মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুকতিশপুর এলাকার ইসলামিক মিশনের প্রধান গেটের সামনে গিয়ে দেখা যায়, ১০ জন ভাড়া মাটি কাটার শ্রমিক সরকারি জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।


মাটি কাটা শ্রমিক আলী আক্কাস বলেন, হাজী আব্দুল জলিল মেম্বারের ছেলে সোনারগাঁ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনির বোন জামাই মামুন আমাদের মাটি কাটতে বলেছেন। তাই আমরা মাটি কেটে তার বাড়ি ও বাগানে নিয়ে ফেলছি।


সরকারি সম্পত্তি থেকে মাটি নিয়ে নিজের বাড়ি ও বাগান ভরাট করার কাজে ব্যবহার করার বিষয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে মোগরাপাড়া ইউনিয়নের ইসলামিক মিশন, মুকতিশপুর ও কালাদরগা এলাকার বাসিন্দাদের মধ্যে।


কারও অনুমতি না নিয়ে ভাড়া শ্রমিক দিয়ে মাটি কেটে নিজের বাড়ির গর্ত ভরাট ও বাগান তৈরি করছেন আওয়ামী লীগ নেতার বোন জামাতা মোহাম্মদ মামুন মিয়া। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলার সচেতন মহল।


এদিকে ইসলামিক মিশনের সরকারি মাটি কেটে নিয়ে গেলেও কিছুই জানে না সোনারগাঁওয়ে অবস্থিত ইসলামিক মিশন কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ নেতার বোন জামাতা হওয়ায় কোন কথা বললেই মারধর ও হুমকির মুখে পরতে হয়। তাই ভয়ে কেউ এই মামুন গংয়ের বিরুদ্ধে কোনো কথা বলেন না।


আওয়ামী লীগ নেতা সোহাগ রনির বোন জামাতা মোহাম্মদ মামুন বলেন, "সরকারি জায়গার মাটি আনছি কাউকে খুন করি নাই। এতে আমাদের কিছুই হবে না"।