কাঁচপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় আটক ১, এলাকাবাসীর গণধোলাই - News Of Sonargaon

শিরোনাম

Thursday, March 13, 2025

কাঁচপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় আটক ১, এলাকাবাসীর গণধোলাই

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।



বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে উপজেলার কাঁচপুর পুরান বাজার রংপুর গলি এলাকায় ইসহাকের বাড়িতে ঘটনাটি ঘটে। পরে একই দিন দিবাগত রাত ১১টার দিকে শিশুটির বাবা-মা বিষয়টি জানতে পারেন।



স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের চেষ্টার শিকার ওই শিশুটির মা-বাবা দুজনেই একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। কাজে যাওয়ার সময় শিশুটিকে দেখে রাখার জন্য এক কাজের মহিলার কাছে রেখে যান। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তারা বাড়ির কাজের বুয়ার কাছে রেখে কাজে চলে যান। কাজ শেষে বাড়িতে ফিরলে রাত এগারোটার দিকে ওই শিশু নিজেই তার বাবা-মায়ের কাছে তার সাথে হওয়া ঘটনা জানায়।


বাড়িতে বাবা-মা না থাকার পাশাপাশি বুয়াও বাড়ি না থাকার সুযোগে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে মনসুর।



পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে এলাকাবাসী মনসুর আলীকে আটক করে গণধোলাই  দিলে নিজেই তার অপরাধের কথা স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মানসুর আলী রংপুর জেলার কোতোয়ালি থানার কাটাবাড়ি গ্রামের বাসিন্দা। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।



সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ মনসুর নামে একজনকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।