সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের বানিয়া বাড়ি এলাকায় ডিগবার ফুটবল খেলা শেষে বিজয়ী দলের উল্লাস কে ডাকাত দলের আগমন ভেবে এলাকায় মাইকিং করার ঘটনা ঘটেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টায় নানাখি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের বাসা সংলগ্ন বালুর মাঠে সাদিপুর নানাখী বনাম বানিয়া বাড়ির মধ্যকার ডিগিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বানিয়া বাড়ি দল বিজয়ী হয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে৷
বিজয়ী দলের খেলোয়াড় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ''খেলায় নানাখী একাদশকে হারিয়ে পার্শ্ববর্তী এলাকার চক দিয়ে বিজয় উল্লাস করে বাড়ি ফেরার পথে সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টালটি গ্রামের বাসিন্দারা কয়েকজন ইটভাটার গর্ত থেকে মাছ ধরে ফেরার পথে তাদেরকে ডাকাত ভেবে ডাকাত ডাকাত বলে চিক্কার করি আমরা। এলাকার মানুষ ডাকাত ভেবে মাইকিং করে। পরে তারা আমাদের কে স্থানীয় এলাকাবাসি হিসেবে পরিচয় দিলে বিষয় টা বুঝতে পেরে ভুল ভাঙ্গে। এতে কেউ হতাহত হয়নি"।
উল্লেখ্য যে, গত ১৮ই মার্চ ২০২৪ সালে এই এলাকার পার্শ্ববর্তী এলাকায় দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘরি গ্রামের বিলে এ গণপিটুনির ঘটে। রবিবার রাত ১০টার দিকে বাঘরি গ্রামের বিলে অপরিচিত ১০/১২ জন যুবককে একসঙ্গে দেখতে পায় এলাকার এক যুবক। বিষয়টি গ্রামে এসে জানালে মসজিদের মাইকে ডাকাত দলের উপস্থিতির কথা প্রচার করা হয়। এতে আরো তিন গ্রামের বাসিন্দারা চারদিক থেকে বিলে অবস্থান করা যুবক দলকে ঘিরে ফেলে। এসময় উত্তেজিত জনতা ডাকাত দল সন্দেহে যুবকদের গণপিটুনি দেয়া শুরু করে। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন প্রাণ হারায়।
.jpeg)