সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
অষ্টম ধাপে অনুষ্ঠিতব্য মোগরাপাড়া ইউপি নির্বাচনে প্রচারণার শেষদিনে মোগরাপাড়া পোস্ট অফিস সংলগ্ন কাচারী মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সোহাগ রনির নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ বাদল বলেন, “মাগো ! বাবাগো তোমার একটি ভোটে, সোহাগ রনি যাবে জিতে”।
সোমবার (১৩ জুন) বিকেলে মোগরাপাড়া কাচারী মাঠে আয়োজিত পথসভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাড. শামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, আমাদের উপজেলায় ৭টি নৌকার চেয়ারম্যান রয়েছে। এ নির্বাচনেও নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে। নেত্রী যাকে নৌকা দিয়েছে এর বাইরে কথা বলার সুযোগ নেই। আমার ছোট ভাই সোহাগ রনিকে নেত্রী নৌকা দিয়েছেন আপনারা তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।তিনি আরও বলেন, নৌকার সকল নেতাকর্মীর বসবাস এ ইউনিয়নে। এমপি প্রার্থীদের বাড়ি এ ইউনিয়নে। আহবায়ক কমিটির ৪-৫ জন সদস্যের বাড়ি এ ইউনিয়নেও রয়েছে। আশা করি সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১৫ জুন নেত্রীর নৌকাকে জয়যুক্ত করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়
উপ কমিটির তথ্য ও গবেষণা সদস্য এএইচএম মাসুদ দুলাল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
অ্যাড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, জেলা ছাত্রলীগের
সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, উপজেলা যুবলীগের সাধারণ
সম্পাদক আলী হায়দারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।