কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২জন নিহত - News Of Sonargaon

শিরোনাম

Friday, June 17, 2022

কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২জন নিহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ব্রীজ সংলগ্ন রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে কাঁচপুর ব্রীজের ঢালুতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বন্দর উপজেলার সোনাকান্দা গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী শামসুন্নাহার বেগম ও নাতনি আরিজা ওরফে অরপি আক্তার।


নিহত শামসুন্নাহারের স্বামী নূর মোহাম্মদ বলেন, তার স্ত্রী শামসুন্নাহার ও নাতনীকে নিয়ে সকালে নরসিংদি যাচ্ছিলেন। এসময় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েগেলে সেখানেই তারা মারা যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।


কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি নবীর হোসেন জানান, দ্রুতগামী বাসে চাপায় আহত অবস্থায় দাদি ও নাতনিকে নিয়ে গেলে সেখানে তারা মারা যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।