নির্বাচনে হেরে প্রিজাইডিং অফিসারকে মারধরের ঘটনায় পরাজিত প্রার্থীসহ আটক ২ - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, June 15, 2022

নির্বাচনে হেরে প্রিজাইডিং অফিসারকে মারধরের ঘটনায় পরাজিত প্রার্থীসহ আটক ২

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

দেশের ১৭৬টি ইউনিয়ন পরিষদের সঙ্গে আজ অনুষ্ঠিত হওয়া সোনারগাঁও উপজেলার সবচেয়ে আলোচিত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত হয়ে কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারকে মারধর করার ঘটনায় পরাজিত প্রার্থীসহ ২জন কে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

 

বুধবার (১৫ জুন) বিকেল ৫ ঘটিকায় মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহিলা ভোটার কেন্দ্রে পরাজিত ইউপি সদস্য আবু তাহের, আল মাহবুব ও রফিকুল ইসলাম দুলাল এবং তাদের সমর্থকরা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে পিটিয়ে মারাক্তক ভাবে আহত করে।


পরাজিত প্রার্থী তালা মার্কার আল মাহবুব, আরেক পরাজিত প্রার্থী আবু তাহের ও তার সমর্থকেরা পিটিয়ে আহত করে। আহত প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

হামলার খবর শুনে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে ও ২৯ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় হামলার অভিযোগে পরাজিত সদস্য প্রার্থী মাহবুবকে আটক করে পুলিশ। এ ঘটনায় প্রায় ১০জন আহত হয়েছে। পরাজিত প্রার্থীদের অভিযোগ পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭ নং ওয়ার্ডের পুরুষ ও মহিলাদের জন্য ২টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফলাফলের সময় দুই কেন্দ্রের মোট প্রাপ্ত ভোটের ঘোষণা দিলেও শুধুমাত্র পুরুষ কেন্দ্রে কাগজ হস্তান্তর করা হয়েছে কিন্তু মহিলা কেন্দ্রের কাগজ হস্তান্তর করে নাই। তাই কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে বাক বিতন্ডা করেছে।

 

জয়ী ইউপি সদস্য প্রার্থী মো. মানিক মিয়া জানান, পরাজিত তিন প্রার্থী হঠাৎ করে কেন্দ্রে হামলার পাশপাশি আমার বাড়িসহ কর্মী কমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায়। এবং আমার সমর্থকদের পিটিয়ে আহত করে। এদিকে প্রিজাইডিং কর্মকর্তাকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

এ ব্যাপারে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ইমরান আহমেদ জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে ও এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান জানান, হামলার ঘটনায় আহত প্রিজাইডিং অফিসার বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।