সোনারগাঁয়ে রাস্তা পারাপার হতে গিয়ে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, March 24, 2021

সোনারগাঁয়ে রাস্তা পারাপার হতে গিয়ে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

সোনারগাঁয়ে রাস্তা পারাপার হতে গিয়ে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

সোনারগাঁও প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জে সোনারগাঁওয়ে দরিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত (৫৫) বছরের এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত এক গাড়ী ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলে ৫৫ বছর বয়সী বৃদ্ধার মাথা থেতলে গিয়ে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মুজিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট দুলালকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের কাছে নিহত মহিলার পরিচয় শনাক্ত করার চেষ্টা করলেও কেউ পরিচয় দিতে না পারায় লাশ বেওয়ারিশ হিসেবে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, দরিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপার সময় নিহত বৃদ্ধার কোন পরিচয় না পাওয়ায় তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।