নিউজ অফ সোনারগাঁও ডেস্কঃ
ষাটোর্ধ বাবার পরিচয় ও পরিবারের সন্ধান পেতে ফেসবুকে পোস্ট করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। বুধবার (২৪ মার্চ) সকালে কাঁচপুর
ইউপির খাসপাড়ার মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে
প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার স্বজনদের খোঁজ চেয়ে “Kanchpur
Highway Thana” ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়।
পোস্টটিতে লেখা হয়েছে-
ষাটোর্ধ বাবা যাঁকে আজ কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ
খাসপাড়া কাঁচপুর (বোম্বে সুইটস)নারায়নগঞ্জ মহাসড়কের পাশ হতে উদ্ধার করে প্রাথমিক
চিকিৎসা প্রদানের জন্য সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। উনি কিছুই বলতে
পারেন না। কিভাবে উনি রাস্তার পাশে আসলেন এটা প্রশ্নবিদ্ধ তথাপিও যদি কোন হৃদয়বান
ব্যক্তিবর্গ উনাকে চেনেন বা পরিবারের কোনো তথ্য দিতে পারেন তবে হয়তো এই বাবা তার
পরিবারের সদস্যদের সাথে আবারও এক হতে পারবেন।
পুলিশের আইডি থেকে খোঁজ চাওয়া পোস্টটি ইতোমধ্যে
ভাইরাল হচ্ছে। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ
মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে বাবাকে আমরা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছি। যদি কেউ ষাটোর্ধ বাবার পরিচয় পেয়ে থাকেন তাহলে
০১৩২০-১৮২৬৩১ নাম্বারে যোগাযোগ করতে পারেন।